ঘরোয়া ভাবে দ্রুত উকুন দূর করার স্থায়ী উপায়
ঘরোয়া ভাবে দ্রুত উকুন দূর করার উপায় জানতে চান তাহলে এই আর্টিকেলটি আপনার জন্য। এছাড়াও আজকের এই আলোচনা থেকে আপনি জানতে পারবেন আপনার মাথার উকুন দূর করার কি কি ওষুধ রয়েছে সেই সম্পর্কে।
আমাদের মাথায় যখন উকুন থাকে তখন আমাদের মাথা ছটফট করে কোন উপায় খুঁজে পাওয়া যায় না। এছাড়াও অনেকে আছেন বিভিন্ন ধরনের চিকিৎসা করার পর ও কোন উকুন দূর করতে পারছেন না। তারা আজকে এই আর্টিকেলটি মনোযোগ সহকারে পড়তে থাকুন।
সূচিপত্রঃ ঘরোয়া ভাবে দ্রুত উকুন দূর করার উপায়
- ঘরোয়া ভাবে দ্রুত উকুন দূর করার উপায়
- চিরতরে উকুন দূর করার উপায়
- মাথার উকুন মারা ওষুধ
- উকুনের ডিম দূর করার উপায়
- মাথার উকুন কেন হয়
- মাথার উকুন সম্পর্কে আমার শেষ কথা
ঘরোয়া ভাবে দ্রুত উকুন দূর করার উপায়
ঘরোয়া ভাবে দ্রুত উকুন দূর করার উপায় সম্পর্কে বিস্তারিত জেনে নিন। বর্তমান সময়ে ছেলে এবং মেয়ে সকল বয়সী মানুষের মাথায় উকুন থাকে। যার ফলে ঘুমের সময়ও ঠিকমতো ঘুমানো যায় না। আবার অনেকেই এই উকুন দূর করার জন্য বিভিন্ন রকম উপায়ে কাজ করে যাচ্ছেন তবুও উকুন দূর হচ্ছে না।
আরো পড়ুন ঃ দ্রুত পেটের গ্যাস কমানোর উপায়
তাদের জন্য আজকের এই আর্টিকেলে ঘরোয়া পদ্ধতি সম্পর্কে এমন কিছু তথ্য দিব। সেগুলো আপনি যদি সঠিক নিয়মে মানতে পারেন তাহলে আশা করি আপনার মাথার উপর খুব তাড়াতাড়ি দূর হয়ে যাবে। চলুন কি কি সেই তথ্যগুলো জেনে নেওয়া যাক। প্রথমে আপনি এক গ্লাস পানি গরম করে নিবেন। এরপর সেই পানির সাথে ভিনেগার মিশিয়ে কিছুক্ষণ রেখে দিবেন।
এর পরবর্তী আপনার কাজ হল আপনার মাথায় পানি দিয়ে ভিজিয়ে নিয়ে সেটি আবার ভালো করে মুছে নিবেন এরপর চিরনি দিয়ে হাচর দিলে আপনার মাথার উকুন কিছুটা বেরিয়ে আসবে এবং কিছুটা পড়ে যাবে। তারপর আপনি ভিনেগার মিশানো পানি আপনার মাথায় ভালো করে মিশিয়ে দিবেন। চুলের উপর থেকে মাথার টাক পর্যন্ত যাতে বিজি থাকে।
দেওয়া শেষ হলে আপনি রোদে এক ঘন্টার মত বসে থাকবেন। এরপর ফ্যানের বাতাসে একে প্রায় তিন থেকে চার ঘণ্টা অপেক্ষা করবেন তারপর আপনি গোসল করে মাথা বহিষ্কার করবেন। এভাবে প্রতি সপ্তাহে একদিন করে ব্যবহার করলে আপনার ওপর এক মাসের ভিতর চিরস্থায়ী দূর হয়ে যাওয়া সম্ভাবনা থাকবে।
চিরতরে উকুন দূর করার উপায়
চিরতরে উকুন দূর করার উপায় সম্পর্কে বিস্তারিত জেনে নিন। যাদের মাথায় উকুন থাকার জন্য চিন্তায় ভুগছেন তারা। বিভিন্ন জায়গায় চিকিৎসা না করে আজকে আমি যেই গুলো ব্যবহার করতে বলবো সেগুলো যদি আপনি সঠিক নিয়মে ব্যবহার করতে পারেন তাহলে উকুন নিয়ে আর চিন্তা করতে হবে না আপনার মাথার জন্য।
- লেবুর রস ও রসুন: ভাত খাওয়া লেবুর রস চিপে একটি গ্লাসে সংরক্ষণ করবেন। এরপর চার থেকে পাঁচ কোয়া রসুন নিয়ে পাটাই বেটে ভালোভাবে নরম করবেন। এরপর লেবুর রসের সাথে মিশিয়ে নিয়ে মাথায় দিবেন।
- পেঁয়াজ: পেঁয়াজ উকুন দূর করার জন্য অনেক উপকারি। কারন পেয়াজে থাকা সালফার উকুন কে চিরতরে মেরে ফেলতে পারে। পেঁয়াজ ব্যবহার করার নিয়ম হল। পাটাই বেটে তারপর মাথায় মালিশ করতে হবে।
মাথার উকুন মারা ওষুধ
মাথার উকুন মারা ওষুধ সম্পর্কে বিস্তারিত জানুন। মাথার উকুন মারার সময় আমরা বিভিন্ন সময় বিভিন্ন ধরনের পণ্য অথবা তেল ব্যবহার করে থাকি। ওষুধ সম্পর্কে আমাদের অনেকেরই ধারণা নাই যার কারণে আমরা উকুনের সমস্যায় ভুগে থাকি। মাথার উকুন মারার জন্য আপনি চাইলে PERMETHRIN এই ওষুধ ব্যবহার করতে পারেন কারণ মাথার উকুন চিরতরে একবারে দূর করার জন্য এই ঔষধ অনেক সাহায্য করবে।
আরো পড়ুনঃ আমলকি সিরাপ খেলে কি মোটা হয় - আমলকি সিরাপ খাওয়ার উপকারিতা
মাথার উকুন দূর করার জন্য আরেকটি ওষুধের নাম হল ম্যালাথিয়ন টপিকাল লোশন। এই ঔষধ ব্যবহার করে আপনি এক মাসের ভিতর মাথার ওপর চিরতরে দূর করতে পারবেন। এটি ব্যবহারের নিয়ম হল গোসলের পর একবার করে ব্যবহার করতে হবে। ১৫ থেকে ২০ দিন ব্যবহার করলে আপনি মাথার উকুন দূর হয়েছে কিনা তা বুঝতে পারবেন।
উকুনের ডিম দূর করার উপায়
উকুনের ডিম দূর করার উপায় আমরা অনেকেই জানিনা। এর সঠিক তথ্য আমরা আজকে জেনে নিব। উকুনের ডিম দূর করার সহজ পদ্ধতি হল ঘন ঘন চিরুন করা। বিশেষ করে গোসলের পর বেশি চিরুনি করতে হবে। তাহলে খুব তারাতারি উকুনের ডিম দূর হওয়ার সম্ভাবনা থাকে। এর পাশাপাশি নারকেল তেল ব্যবহার করতে হবে।
১০০% অরজিনাল তেল ব্যবহার করলে আপনার মাথায় থাকা উকুনের ডিম দূর হওয়ার পাশাপাশি উকুন ও দূর হয়ে যাবে। এবং আরেকটি গুরুত্বপূর্ণ বিষয় হলো আপনার মাথা সব সময় পরিষ্কার রাখবেন। ময়লা মাটির কাজ করবেন না। তাহলে উকুন দূর হতে অনেক সাহায্য করবে এই নিয়ম গুলো। প্রিয় পাঠক আশা করছি বুঝতে পারছেন উকুনের ডিম কিভাবে দূর করবেন সেই সম্পর্কে।
মাথার উকুন কেন হয়
মাথার উকুন কেন হয় এবং কোথায় থেকে আসে এই উকুন গুলো এটা আমরা অনেকেই জানিনা। যার কারনে যাদের মাথায় উকুন না থাকলেও একটা সময়ের পর উকুনে ভরে যায়। তাই উকুন কিভাবে আসে জেনে নিন। ধরেন আপনার সাথে থাকা কোনো মানুষের মাথায় উকুন হয়েছে তার সাথে আপনি ঘুমাচ্ছেন অথবা যেটা করছেন সেটা দুই জন এক সাথেই করছেন।
সেই সময় টা উকুনে আক্রান্ত ব্যক্তির কাছে থাকা উকুন আপনার মাথায় পার হওয়ার সম্ভাবনা থাকবে। তাই আপনি যদি উকুন থেকে বাঁচতে চান তাহলে উকুনপ আক্রান্ত ব্যক্তির কাছ থেকে দূরে থাকবেন। আর যদি পারেন একা একা থাকার চেষ্টা করবেন। তাহলে আর উকুন হবেনা আপনার মাথায়।
উকুন মূলত মাথার চুলেই বসবাস করে বেঁচে থাকে। এর বাহিরে কোথায় বেঁচে থাকতে পারবেনা। তাই আপনার মাথার রক্ত খাবে এছারা আপনার কোনো হ্মতি করবেনা। আশা করছি বুঝতে পারছেন পাঠক।
মাথার উকুন সম্পর্কে আমার শেষ কথা
প্রিয় পাঠক ইতিমধ্যে আপনি জেনেছেন ঘরোয়া ভাবে দ্রুত উকুন দূর করার উপায় এবং মাথায় কেন উকুন হয় সেই সম্পর্কে। এখানে সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হলো যারা উকুন দূর করার জন্য চিকিৎসা করছেন তাদের এটা করা মোটেও ঠিক হবেনা। কারন আপনার মাথা থেকে যেতহ্মন উকুন না মেরে ফেলবেন ততহ্মন আপনার মাথা থেকে উকুন দূর হবেনা।
তাই যারা উকুন দূর করতে চাচ্ছেন তারা ঘরোয়া পদ্ধতি ব্যবহার করে উকুন এবং ডিম গুলো একেবারে শেষ করে দিবেন তাহলে পরবর্তীতে আর উকুন হওয়ার কোনো সম্ভাবনা থাকবেনা। আজকের মতে আর্টিকেল টি এখানেই শেষ করছি। আপনার সাথে দেখা হবে পরবর্তী তে। আশা করি ভালো থাকবেন।
অনলাইন এক্সপার্ট আইটির নীতিমালা মেনে কমেন্ট করুন । প্রতিটি কমেন্ট রিভিউ করা হয় :
comment url