বাচ্চাদের দাঁত উঠার সময় করনীয় - বাচ্চাদের দাঁত কখন উঠতে শুরু করে

বাচ্চাদের দাঁত উঠার সময় করনীয়। বাচ্চাদের দাঁত কখন উঠতে শুরু করে জানুন। বাচ্চাদের দাঁত উঠার লক্ষণ। প্রতিটি মায়ের জেনে রাখা উচিত। কারণ একটা শিশুর দাঁত উঠা সম্পর্কে তার মা যদি জেনে রাখে তাহলে খুব সহজে সেই শিশুর দাঁত উঠবে। একটা শিশুর কত দিন পর দাঁত উঠে সে সম্পর্কে বিস্তারিত জানতে হলে আর্টিকেলটি শুরু থেকে শেষ পর্যন্ত পড়তে থাকুন। 

বাচ্চাদের-দাঁত-উঠার-সময়-করনীয়

দাঁত শরীরের গুরুত্বপূর্ণ একটি অংশ। একটা বাচ্চার যখন দাঁত উঠবে তখন সে সবকিছু খেতে পারবে। এজন্য প্রতিটি মায়েদের উচিত একটি বাচ্চার খুব দ্রুত দাঁত উঠার ব্যবস্থা করা। যাতে করে বাচ্চারা ভালো খাবার খেতে পারে। এজন্য বাচ্চাদের দাঁত উঠার সময় করনীয় কি সেই সম্পর্কে বিস্তারিত জানুন।

সূচিপত্রঃ বাচ্চাদের দাঁত উঠার সময় করনীয় জেনে নিন

বাচ্চাদের দাঁত উঠার সময় করনীয়

বাচ্চাদের দাঁত উঠার সময় করনীয় কি কি জেনে নিন। একটি শিশু সাধারণত ৬ থেকে ৯ মাস পর দাঁত ওঠে কিন্তু এর মধ্যে তার বাবা মায়েরা কিছু করণীয় অবলম্বন করে বাচ্চাদের দাঁত খুব দ্রুত উঠানোর চেষ্টা করে। তাহলে খুব দ্রুত বাচ্চাদের দাঁত উঠবে। 

আরো পড়ুনঃ দাঁতের রুট ক্যানেল করতে কত টাকা লাগে জেনে নিন

  • বাচ্চাদের দাঁত উঠার সময় তারা হাতের নাগালে কোন কিছু পেলে কামড় দিয়ে থাকে।

  • যখন দেখবেন আপনার শিশু যেকোনো কিছু কাছে পেলে কামড় দিয়েছে ওই সময় শক্ত কোন খেলনা রাখবেন তার কাছে। যাতে করে খেলনায় কামড় দিতেও যেন খেলনা না ভাঙ্গে। 

  • বাচ্চাকে যে খেলনা জীবন সেই খেলনা অবশ্যই পরিষ্কার রাখতে হবে যাতে করে বাচ্চা পেটের ভিতর কোন জীবাণু ঢুকতে না পারে। 

  • বাচ্চাদের দাঁত উঠার সময় করণীয় হলো তাদের কাছে মিষ্টি খাবার রাখা যাবে না। এবং অতিরিক্ত ঠান্ডা কোন খাবার জাতীয় রাখা যাবে না। 

  • আপনি চেষ্টা করবেন সব সময় টক জাতীয় খাবার শিশুকে খাওয়ানোর। তাহলে খুব দ্রুত বাচ্চার দাঁত উঠবে এবং দাঁত পরিষ্কার থাকবে। এই পদ্ধতি গুলো হল বাচ্চাদের দাঁত উঠার সময় করনীয়। 

বাচ্চাদের দাঁত উঠার লহ্মন

বাচ্চাদের দাঁত উঠার লহ্মন গুলো কি কি জানুন। একটা বাচ্চার যখন দাঁত উঠা শুরু করবে। তখন কিছু লহ্মন দেখা দিবে। যে লহ্মন গুলো দেখে আপনার বুঝে নিতে হবে আপনার বাচ্চার দাঁত খুব দ্রুত উঠতে চলেছে। দাঁত উঠার লহ্মন গুলো হলো।

আরো পড়ুনঃ উলট কম্বলের ডাটার উপকারিতা ও অপকারিতা - উলট কম্বল খাওয়ার নিয়ম জেনে নিন

  • আপনার বাচ্চার দাত নাই তবুও দেখছেন কামরা কামরি করতেছে। কিংবা খিটখিটে ভাব শুরু করছে তখন বুঝে নিতে হবে দাত উঠার লহ্মন শুরু হয়ে গেছে।

  • একটি বাচ্চার যখন মারি ফুলে যাবে রাতে ঠিক মতো ঘুমাতে পারবেনা। বিরক্তি অনুভব করবে ঘুমের সময়। এই লহ্মন গুলো দাঁত উঠার লহ্মন।

  • হালকা হালকা জ্বরের ভাব দেখা দিতে পারে। কিংবা শক্ত কোনো কিছু চিবানো। মেজাজ খিটখিটে হয়ে যাওয়ার লহ্মন হলো দাঁত উঠার সময়।

বাচ্চাদের মাড়ির দাঁত উঠার বয়স

বাচ্চাদের মাড়ির দাঁত উঠার বয়স কখন হয় জেনে নিন। কিছু বাচ্চাদের খুব দ্রুত দাঁত উঠে আবার কিছু বাচ্চাদের একটু দেরিতে দাঁত উঠে। বিশেষ করে বেশিরভাগ বাচ্চাদের দাঁত উঠা শুরু করে ৬ থেকে ৭ মাস পর থেকে। একটা শিশুর দাঁত দেরিতে উঠার কারন হলো তাদের মায়েদের করনীয়র অভাব।

কেননা তাদের মায়েরা যদি খুব দ্রুত দাঁত উঠার পদ্ধতি ব্যবহার করে তাহলে তাদের দাঁত খুব তারাতারি উঠে। আর যারা বাচ্চাদের দাঁত খুব দ্রুত উঠার জন্য আগ্রহী হতে চাইনা তাদের টা অনেক দেরিতে উঠে। ইতিমধ্যে উপরে বলে দেওয়া হয়েছে বাচ্চাদের দাঁত উঠার সময় করনীয় এবং কি কি পদ্ধতি ব্যবহার করলে বাচ্চাদের দাঁত খুব দ্রুত উঠতে পারে সেই বিষয়ে।  

আক্কেল দাঁত উঠার সময় 

আক্কেল দাঁত উঠার সময় কখন জেনে নিন। সাধারণত ১৫ থেকে ১৭ বয়স হলে আক্কেল দাঁত হয়। আমরা জানি প্রতিটি মানুষের মুখে ৩২ টি দাঁত হয়। দাঁতের উপরের লাইন আর নিচের লাইনের শেষের দিকে আক্কেল দাঁত হয়। মাড়ির দাঁতের থেকে সব থেকে বড় যেই চারটি দাঁত হয়ে থাকে সেই দাঁত গুলোই হচ্ছে আক্কেল দাঁত। 

আপনার হয়তো অনেকেই ভেবে থাকেন মাড়ির দাঁত উঠার পর সব দাঁত উঠে যায়। কিন্তু না মাড়ির দাঁত উঠতে ১৪ থেকে ১৫ মাস সময় লাগে। এর ভিতর মাড়ির দাঁত সবগুলো উঠে যায়। কিন্তু আক্কেল দাঁত চারটি সেই দাঁত গুলোর জায়গা খালি থাকে। কারণ বয়স না হওয়া পর্যন্ত আক্কেল দাঁত উঠতে চায় না। তাহলে বুঝতেই পারছেন আক্কেল দাঁত প্রতিটি মানুষেরই ১৫ থেকে ১৭ বছর বয়স হলেই ওঠা শুরু করে।

কত বছর বয়স পর্যন্ত বাচ্চাদের দাঁত ওঠে 

কত বছর পর্যন্ত বাচ্চাদের দাঁত ওঠে। একটা শিশুর দাঁত উঠার লক্ষণ শুরু হয় ৬ থেকে ৭ মাস পর থেকেই। এরপর দুই বছর পর্যন্ত দাঁত উঠতে থাকে। এ সময়ের ভিতর আপনার মুখের সব দাঁত উঠলে পরবর্তীতে আবার একটা একটা করে দাঁত পড়ে যাওয়া শুরু করবে। 

কত-বছর-বয়স-পর্যন্ত-বাচ্চাদের-দাঁত-ওঠে

দশ বছর বয়স পর্যন্ত আপনার দাঁত পড়া শুরু করবে। পরবর্তীতে নতুন করে দাঁত জন্ম নিবে। ১০ বছর থেকে ১৫ বছর পর্যন্ত আপনার মুখের ৩২ টি দাঁত পরিপূর্ণভাবে জন্ম নিবে। তাই আপনারা ভেবে নিন ১৫ থেকে ১৭ বছর পর্যন্ত একটা শিশুর দাঁত উঠবে। এরপর আর দাঁত উঠার লক্ষণ থাকবে না। 

কোন কোন সমস্যার জন্য বাচ্চাদের দাঁত উঠতে দেরি হয় 

কোন কোন সমস্যার জন্য বাচ্চাদের দাঁত উঠতে দেরি হয় সে সম্পর্কে বিস্তারিত জেনে নিন। আমরা সবাই জানি প্রতিটি বাচ্চাদের দাঁত একই সময়ে উঠতে পারেন না কারোটা আগে উঠে আবার কারোটা পরে উঠে। যাদেরটা পড়ে উঠে তাদের কারণ হচ্ছে। 

আরো পড়ুনঃ গর্ভাবস্থায় পাকা কলা খাওয়ার উপকারিতা ও অপকারিতা 

  • বয়স না হতেই জন্ম নেওয়া। অর্থাৎ একটা শিশুর ৩৬ সপ্তাহ লাগিয়ে জন্ম হতে। তাহলে সে পরিপূর্ণ ওজন নিয়ে জন্ম নিতে পারবে। 

  • কিন্তু অনেকেই আছে তার আগে জন্ম হয় তাদের ওজন কম হয়ে যায়। এছাড়াও ক্যালসিয়াম, ভিটামিন ডি, ভিটামিন সি এবং ফসফরাসের ঘাটতি থাকার কারণে একটা শিশুর দাঁত উঠতে অনেক দেরি হয়। 

  • পুষ্টিকর খাবার না খাওয়ার ফলে এগুলো সমস্যায় দেখা দেয়। তাহলে বুঝতেই পারছেন একটা শিশুর শরীর কিংবা ওজন যখন নিয়ন্ত্রণে থাকতে পারে না তখন তাদের দাঁত উঠতে অনেকটা সময় লাগে। 

বাচ্চাদের দাঁত না উঠলে করনীয় কি 

বাচ্চাদের দাঁত না উঠলে করণীয় কি জেনে নিন। আপনারা ইতিমধ্যে জানাইছেন বিভিন্ন সমস্যা থাকার কারণে একটা শিশুর দাঁত সহজে উঠছে চায়না। এটা নিয়ে আপনাদের চিন্তার কোন কারণ নেই। অনেক ক্ষেত্রে দেখা যায় তাদের বাবা-মার যদি পরে দাঁত উঠে থাকে তাহলে সেই ক্ষেত্রে তাদের বাচ্চাদেরও পরে ওঠে। 

আপনি যখন দেখবেন ছয় মাস কিংবা ১০ মাস হয়ে গেল তবুও একটা শিশুর দাঁত উঠলো না তাহলে ডাক্তারের পরামর্শ নিন। এক বছর অপেক্ষা করে যদি দাঁত না উঠে তাহলে ডাক্তারের পরামর্শ অনুযায়ী চিকিৎসা করলে আশা করছি আপনার বাচ্চার দাঁত খুব দ্রুত উঠবে।

নতুন দাঁত উঠতে কত সময় লাগে 

নতুন দাঁত উঠতে কত সময় লাগে। আমরা সবাই জানি ছোটবেলায় যে দাঁত উঠে সেই দাঁতগুলো দশ বছর বয়স হতে হতে সম্পন্ন পড়ে যায়। তবে একবারে সবগুলো দাঁত পড়ে না আস্তে আস্তে দাঁত পড়ে একটা সময় গিয়ে সম্পন্ন দাঁত পড়ে যায় ফলে নতুন দাঁত  জন্মায়।

আরো পড়ুনঃ প্রতিদিন ১০০ টাকা আয় করার ১৫ টি উপায় জেনে নিন

একজন সাধারণ মানুষের নতুন দাঁত উঠতে ৬ থেকে ৭ মাস লাগবে। তাহলে তার দাঁত উঠা শুরু করবে। এবং পরবর্তী আরো কিছু সময়ের মধ্য সম্পন্ন দাঁত উঠে যাবে। তাহলে বুঝতেই পারছি না একজন সাধারন মানুষের জন্য নতুন দাঁত উঠতে কত সময় লাগে সে সম্পর্কে। 

দাঁত কয় প্রকার ও কি কি

দাঁত কয় প্রকার ও কি কি। দাঁত মূলত চার প্রকার। প্রত্যেকটি দাঁত প্রত্যেকটি কাজের জন্য ব্যবহার হয়ে থাকে। আপনি যখন কোন কিছু খাবার খাবেন সেই খাবারটি ক্ষুদ্র ক্ষুদ্র করতে চারটি দাঁতের প্রয়োজন হয়। এর ভিতর যদি আপনার কোন একটি দাঁতে সমস্যা হয় তাহলে খাবারগুলো খেতে আপনার সমস্যা হবে। এখন জেনে নিন চারটি গুলো দাঁত কি কি। 

দাঁত-কয়-প্রকার-ও-কি-কি

  • ইনসিসার
  • ক্যানাইনস
  • প্রিমোলার
  • মোলার

আমাদের শেষ মন্তব্য 

ইতিমধ্য আপনারা জেনেছেন বাচ্চাদের দাঁত উঠার সময় করনীয়, বাচ্চাদের দাঁত উঠার লহ্মন, বাচ্চাদের মাড়ির দাঁত উঠার বয়স এবং মাড়ির দাঁত উঠতে কত সময় লাগে সেই সম্পর্কে। এখানে আমার শেষ মন্তব্য হচ্ছে যাদের শিশুর খিটখিটে মেজাজ কিম্বা শক্ত কেন কিছু কামড়া কামড়ি করা দেখবেন তখন আপনারা বুঝে নিবেন ওই শিশুর দাঁত উঠার লক্ষণ শুরু হয়েছে। এছাড়াও যাদের দাঁত উঠতে দেরি হচ্ছে তারা ডাক্তারের পরামর্শ নিবেন। 

পাশাপাশি অবশ্যই বাচ্চাদেরকে ভিটামিন সি এবং ভিটামিন ডি খাবার জাতীয় বেশি বেশি গ্রহণ করতে হবে। পর্যাপ্ত পরিমাণ পুষ্টিকর খাবার গ্রহণ করলে খুব দ্রুত দাঁত উঠার লক্ষণ দেখা দিবে। আজকের মত আমি এখানে শেষ করছি। আর্টিকেলটি পড়ে আপনারা কতটা উপকৃত হয়েছেন তা অবশ্যই কমেন্ট করে জানিয়ে দিবেন। সবাই ভালো থাকবেন। 

এই পোস্টটি পরিচিতদের সাথে শেয়ার করুন

পূর্বের পোস্ট দেখুন পরবর্তী পোস্ট দেখুন
এই পোস্টে এখনো কেউ মন্তব্য করে নি
মন্তব্য করতে এখানে ক্লিক করুন

অনলাইন এক্সপার্ট আইটির নীতিমালা মেনে কমেন্ট করুন । প্রতিটি কমেন্ট রিভিউ করা হয় :

comment url