দাঁতের রুট ক্যানেল করতে কত টাকা লাগে

দাঁতের রুট ক্যানেল করতে কত টাকা লাগে। রুট ক্যানেল করলে কতদিন স্থায়ী থাকে। রুট কানেল কিভাবে করে। এবং দাতের রুট ক্যানেল করতে কতদিন সময় লাগে। সেই সম্পর্কে বিস্তারিত জানতে হলে এই আর্টিকেল শুরু থেকে শেষ পযন্ত পড়তে থাকুন।

দাঁতের-রুট-ক্যানেল-করতে-কত-টাকা-লাগে

বর্তমান সময়ে দাঁতের অন্যতম চিকিৎসা হলো রুট ক্যানেল করা। অনেকে আছে যারা দাঁতের রুট ক্যানেল করত কত টাকা খরচ হয় এসব লিখে ইউটিউবে অনেক সার্চ করে। বিভিন্ন ভিডিওতে বিভিন্ন দাম শুনে থাকেন। এজন্য আপনাদের সামনে এই পোস্ট নিয়ে হাজির হয়েছি। আজকেই এই পোস্টে জানাবো দাঁতের রুট ক্যানেল করতে কত টাকা লাগে সেই সম্পর্কে। 

সূচিপত্রঃ দাঁতের রুট ক্যানেল করতে কত টাকা লাগে বিস্তারিত জানুন

দাঁতের রুট ক্যানেল করতে কত টাকা লাগে

দাঁতের রুট ক্যানেল করতে কত টাকা লাগে জানতে চাইলে মনযোগ সহকারে পড়তে থাকুন এই পোষ্ট। দাঁত আমাদের শরীরের গুরুত্বপূর্ণ একটি অংশ। আমরা কোন কিছু না খেলে বেঁচে থাকতে পারবো না। সেই খাবারের জন্য দাঁতের সাহায্য প্রয়োজন হয়। দাঁতকে আমরা বলতে পারি জীবনের একটি অংশ। দাঁত না থাকলে মানুষের জীবনই অচল। 

আরো পড়ুনঃ গাজর খাওয়ার উপকারিতা এবং অপকারিতা সম্পর্কে বিস্তারিত 

  • বিশেষ করে দাঁতের বিভিন্ন ধরনের সমস্যা হয়ে থাকে অবহেলার কারণে। সঠিক সময়ে দাঁত পরিষ্কার না করা। অতিরিক্ত মিষ্টি খেয়ে দাঁত পরিষ্কার না করার কারণে দাঁতের সমস্যা আস্তে আস্তে বেড়ে যায়। তার জন্য আমাদের চিকিৎসার প্রয়োজন হয়। ঠিকমতো চিকিৎসা না করলে দাঁতের সমস্যা কখনো ঠিক হতে পারে না। 

  • দাঁতের চিকিৎসা করার জন্য কেমন টাকা খরচ হয় বা দাঁতের রুট ক্যানেল করতে কত টাকা খরচ হয় এইরকম প্রশ্ন অনেকেই করে থাকেন। দাঁতের রুট ক্যানেল করার জন্য সরকারি হাসপাতালে বিশেষ করে একটু কম লাগে। আর যেগুলো বেসরকারি হাসপাতাল সেগুলোতে রুট ক্যানেল করতে একটু বেশি খরচ পড়বে। তাই আপনি যদি দাঁতের রুট ক্যানেল করতে যান। 

  • যাচাই-বাছাই করে যেতে হবে তাহলে আপনার বেশি টাকা লাগবে না। এজন্য বিভিন্ন জায়গায় বিভিন্ন টাকা নিয়ে থাকে। তবে সচরাচর যেই টাকাতে রুট ক্যানেল করা হয় সেই টাকার কথা বলবো আপনাদেরকে। দাঁতের রুট ক্যানেল করতে কত টাকা লাগে সেই সম্পর্কে তাই আপনি যদি জানতে চান তাহলে নিচের ছকের দিকে চোখ রাখুন। 

দাঁতের চিকিৎসাচিকিৎসা খরচ
দাঁতের রুট ক্যানেল৪০০০
দাঁতের ক্যাপ লাগানো৩০০০
দাঁত পরিষ্কার করা২০০০
ফিলিং বা গর্ত পূরণ১০০০
দাঁতের ইন প্ল্যান্ট৫০,০০০

দাঁতের রুট ক্যানেল কি 

দাঁতের রুট ক্যানেল কি। ইতিমধ্যে আপনি জেনেছেন দাঁতের রুট ক্যানেল করতে কত টাকা লাগে। এবার জানুন দাঁতের রুট ক্যানেল কি সেই সম্পর্কে বিস্তারিত । আপনি কি দাঁতের সমস্যায় ভুগছেন। দাঁত দিয়ে কোন কিছু অতিরিক্ত চিবিয়ে খেতে পারছেন না। দাঁত আস্তে আস্তে ক্ষয় হয়ে যাচ্ছে। দাঁতের গর্তে ময়লা মাটি ঢুকে দাঁত কে দূষিত করে ফেলছেন না তো আবার। খেয়াল রেখে আপনার দাঁতগুলো পরিষ্কার করতে হবে। 

অন্যথায় আপনার রুট ক্যানেল করতে হবে। তাহলে আপনার দাঁতে দূষিত যেগুলো সংগ্রাম আছে সবগুলো দূর হয়ে যাবে। আপনি যদি দাঁতের রুট ক্যানেল করেন তাহলে দাঁতের ব্যথা থেকে জীবাণু পর্যন্ত সমস্যা কি রক্ষা করতে পারবেন। আপনি যদি দাঁতের রুট ক্যানেল করেন। ভবিষ্যতেও আপনার দাঁত নিয়ে ক্ষতির সম্মুখীন হতে হবে না। এটাই হলো দাঁতের রুট ক্যানেল। 

দাঁতের রুট ক্যানেল কিভাবে করা হয়

দাঁতের রুট  ক্যানেল কিভাবে করা হয় জেনে নিন। দাঁতের রুট ক্যানেল মূলত দাঁতের বিভিন্ন সমস্যা দেখা দিলে গা করতে হয়। যেমন দাঁত ভেঙ্গে যাওয়া। দাঁতে বিভিন্ন সময় কোন আঘাতের কারণে অথবা দাঁত নষ্ট হয়ে যাওয়ার কারণে ব্যথা হয়ে থাকে। আমার দাঁতে কোন কিছুর আঘাত লেগে ফেটে যায়। এইসব সমস্যা দেখা দিলে মূলত আপনার দাঁতকে রুট ক্যানেল করে নিতে হবে।

আরো পড়ুনঃ পুরুষের জন্য মেথির উপকারিতা ও খাওয়ার নিয়ম সম্পর্কে বিস্তারিত 

রুট ক্যানেল করলে দাঁত সুরক্ষা থাকে অনেক। স্থায়ীভাবে দাঁত কে সুরক্ষা রাখার জন্য রোড কেন করা প্রয়োজন আপনার। রুট ক্যানেল দাঁত কে এত পরিমাণ সুরক্ষা দেয় যে মরে যাওয়া দাঁত কে বাঁচিয়ে রাখতে সাহায্য করে। তবে দাঁতের রুট ক্যানেল করার পর যদি আপনি দাঁত কি অবহেলা করে ঠিকমতো ব্রাশ না করেন। অথবা মিষ্টি খাওয়ার পর দাঁত পরিষ্কার না করেন তাহলে আবার আপনার দাঁত আগের মতই হয়ে যাবে।

এতে করে কোন উপকার হবে না। প্রথমত যারা ভুল করে দাঁত কে অবহেলা করে নষ্ট করেছেন, তারা রুট ক্যানেল করার পর অবশ্যই যত্ন নিবেন। তাহলে আপনার দাঁতের রুট ক্যানেল করলে উপকার আসবে। আশা করছি বুঝতে পারছি না রুট ক্যানেল কিভাবে করতে হয়, কি কারনে করতে হয় এবং কেন রুট ক্যানেল করা প্রয়োজন হয় সেই সম্পর্কে। 

দাঁতের রুট ক্যানেল করার পর কি খাওয়া যাবে

দাঁতের রুট ক্যানেল করার পর কি খাওয়া যাবে বিস্তারিত জানুন। রুট ক্যানেল করার পর পর কিছুদিন আপনি শক্ত খাবার থেকে দূরে থাকবে। অথবা আঠালো জাতীয় কোন খাবার খাওয়া যাবে না। আপনার দাঁতে আঘাত লাগবে এমন কোন কিছু খেতে পারবেন না। যেমন অতিরিক্ত মিষ্টি, অতিরিক্ত টক, অতিরিক্ত গরম কোন কিছুই খাওয়া যাবে না।

দাঁতের-রুট-ক্যানেল-করার-পর-কি-খাওয়া-যাবে

নরম সুজি রান্না করে খাবেন। এই নরম খাবারটাও গিলে গিলে খেতে হবে। অতিরিক্ত চিবিয়ে কোন খাবার খাওয়া যাবেনা। প্রয়োজনে আপনি চেষ্টা করবেন ভাত খাওয়া থেকেও দূরে থাকতে। তাহলে আপনার দাঁত শিরশির করবে। আপনি তখন নিজেকে কন্ট্রোল করে রাখতে পারবেন না অনেক কষ্ট হবে। উপরিক্ত আলোচনায় যেসব বলা হয়েছে এই নিয়মে। 

চিকিৎসা করার পর টানা দুই মাস চলতে হবে। তাহলে আপনার দাঁতের ওপর ক্ষতিকর কোন প্রভাব পড়া সম্ভাবনা থাকবে না। আশা করছি বুঝতে পারছেন কোন খাবার খেলে আপনি দাঁতকে হ্ময়ের অপসারণ থেকে রহ্মা করতে পারবে। এবং  আপনার দাঁতের রুট ক্যানেল করার পর কোন খাবার গুলো দাঁতের হ্মতি করবে এবং  সেই সম্পর্কে। 

রুট ক্যানেল করার পর ক্যাপ প্রয়োজন হবে কি

রুট ক্যানেল করার পর ক্যাপ প্রয়োজন হবে কি হবেনা সেটা জেনে রাখুন। রুট ক্যানেল করার পর আপনি হয়তো ভাবতে পারেন। যে আপনার দাঁতের শক্তি বেড়ে গেছে আপনি এখন ইচ্ছামত সব কিছু খেতে পারবেন। এমনটা কিন্তু নয়। পরবর্তীতে আরো সমস্যা হয়ে যেতে পারে। এজন্য দাঁতের রুট ক্যানেল করার পরও দাঁত কি সুরক্ষা রাখার জন্য ক্যাপ পড়া প্রয়োজন। 

তাহলে আপনার দাঁত দিয়ে শক্তিকার খাবার খেতে পারবেন। এবং বেশি বেশি চিবিয়ে খাবার জাতীয় গুলো খেতে পারবেন। আপনার দাঁতের উপর কোন প্রভাব পড়বে না। দাঁত ক্ষয় যাওয়ার কোন লক্ষণ নাই যদি আপনি দাঁতে ক্যাপ পরেন।আশা করছি বুঝতে পারছেন রোড ক্যানেল করার পর দাতে ক্যাপ পড়ানো কতটা প্রয়োজন হতে পারে আপনার কাছে। 

দাঁতে ব্যথা নিয়ে বসে থাকলে কি হতে পারে 

দাঁতে ব্যথা নিয়ে বসে থাকলে কি হতে পারে জানেন। যদি না জেনে থাকেন তাহলে এই পর্বতে জেনে নিন। বর্তমান সময়ে প্রায় মানুষের দাঁতের ব্যথা হয়ে থাকে। অতিরিক্ত ব্যথা হলে সহ্য করা যায় না। তখন নিয়মিত ডাক্তারের চিকিৎসা নিতে হবে। আপনি যদি ব্যথা নিয়ে বসেই থাকেন তাহলে ব্যথার সংক্রমণ আস্তে আস্তে ছরিয়ে পড়বে। 

আরো পড়ুনঃ কিসমিস ভিজিয়ে খাওয়ার উপকারিতা সম্পর্কে বিস্তারিত জানুন

শুধুমাত্র ব্যথা ছড়িয়ে পড়বে না। এটি আপনার জীবনে বড় একটি হুমকির লক্ষণ হতে পারে। এজন্য দাঁতের সমস্যা হলে তৎক্ষণিক চিকিৎসা করে নিবেন। দাঁতকে অবহেলা না করে । যাতে করে পরবর্তীতে আপনার দাঁতের সমস্যা ছড়িয়ে পড়তে না পারে। তাহলে বুঝতেই পারছেন দাঁতের ব্যথা কতটা ভয়ংকর। যা আপনার জীবনের সাথে লড়াই করতে পারে। 

দাঁতের রুট ক্যানেল কতদিন স্থায়ী থাকে 

দাঁতের রুট ক্যানেল কতদিন স্থায়ী থাকে। এরকম ধরনের চিন্তাভাবনা অনেকেই করে থাকেন, যখন কেউ দাঁতের রুট ক্যানেল করে আসেন তখন। রুট ক্যানেল করার পরে ৩০ থেকে ৪০ দিন লাগতে পারে আপনার দাঁত সেরে উঠতে। রুট ক্যান্ডেল করার পর যদি ক্যাপ পড়েন। 

আরো পড়ুনঃ কিডনি ড্যামেজের লক্ষণ - কিডনি ড্যামেজ থেকে বাঁচতে কি করবেন

তাহলে সেটি ১৫ থেকে ২০ দিন স্থায়ী থাকবে। তারপর আপনার রুট ক্যানেল করা দাঁত নতুন দাঁতের মতো সেভ হয়ে যাবে। তারপর দাঁত ক্ষয় যাওয়া এবং টিকিয়ে রাখা সেটা আপনার ওপর নির্ভর করবে। দীর্ঘদিন স্থায়ীভাবে রাখতে চাইলে। 

আপনি যদি আপনার দাঁত কে যত্ন করে রাখতে পারেন তাহলে এটি খুব সহজে নষ্ট হয়ে যাওয়া বা ক্ষয় হয়ে যাওয়া সম্ভাবনা নাই। সাধারণত ১৫ থেকে ২০ বছর পর্যন্ত স্থায়ী থাকবে রুট ক্যানেল করা দাঁতটি। যদি আপনি আপনার দাঁতকে সঠিক ভাবে যত্ন করে রাখতে পারেন তাহলে।

রুট ক্যানেল এর হ্মতিকর দিক

রুট ক্যানেল এর হ্মতিকর দিক। প্রিয় দর্শক এতক্ষণ আপনারা যে বিষয়ে জানতে পেরেছেন সেগুলো ছিল দাঁতের রুট ক্যানেল এর উপকারিতা সম্পর্কে। রুট ক্যানেল করলে উপকারিতায় রয়েছে অনেক। তবে এর থেকে কিছুটা অপকারিতা রয়েছে। সেই অপকারিতার বিষয়ে আজকে আপনাদের সামনে আলোচনা করব। 

রুট-ক্যানেল-এর-হ্মতিকর-দিক

আপনার নতুন যেই দাঁত ছিল সে রকম দাঁত আর করতে পারবেন না যতই চিকিৎসা করেন না কেন। যদিও রুট ক্যানেল করার সাধারণ একটি পদ্ধতি দাঁতে কিছু ক্রটি দূর করার জন্য। আপনি যখন একটি দাঁত কে রুট ক্যানেল করবেন তখন দাঁত ক্ষয়ের অপসারণ ঘটতে থাকে। 

যার ফলে আপনার দাঁত আস্তে আস্তে দুর্বল হয়ে যেতে পারে। তাই আমি বলি আপনারা যতদূর পারবেন দাঁত রুট ক্যানেল করা থেকে দূরে থাকবেন। আর যারা দাঁতের সমস্যা নিয়ে একেবারে অচল হয়ে আছেন, তারা চাইলে করতে পারেন। কারন তাদের রুট ক্যানেল ছারা আর উপায় নাই। 

আমাদের শেষ মন্তব্য 

ইতিমধ্য আপনারা জেনেছেন দাঁতের রুট ক্যানেল করতে কত টাকা লাগে, দাঁতের রুট ক্যানেল কি, দাঁতের রুট ক্যানেল কিভাবে করা হয়, দাঁতের রুট ক্যানেল করার পর কি খাওয়া যাবে, রুট ক্যানেল করার পর ক্যাপ প্রয়োজন হবে কি, দাঁতে ব্যথা নিয়ে বসে থাকলে কি হতে পারে, দাঁতের রুট ক্যানেল কতদিন স্থায়ী থাকে, এবং রুট ক্যানেল এর হ্মতিকর দিক সম্পর্কে। 

এখানে আমার মতামত হচ্ছে যাদের দাঁতের রুট ক্যানেল করা প্রয়োজন তারা বিভিন্ন হাসপাতালে যাচাই বাছাই করে রুট ক্যানেল করবেন। বিভিন্ন হাসপাতাল যাচাই-বাছাই করতে কেন বললাম। খরচের জন্য বিভিন্ন হাসপাতাল বিভিন্ন দাম চাই। তাই আমি বলব আপনার আশেপাশে দেখা যদি হাসপাতাল থাকে অনেকগুলো তাহলে আপনি যাচাই-বাছাই করতে পারবেন। 

আর যারা খুব অল্প সমস্যায় রুট ক্যানেল করতে যাচ্ছেন। তাদেরকে আমি বলবো দাঁতের যত্ন নিন দাঁতকে সুরক্ষা রাখুন সবসময়। রুট ক্যানেল করা থেকে দূরে থাকেন। আজকের মত আমি এখানেই শেষ করছি, আমার এই আর্টিকেলে যদি কোথাও লেখা ভুল পান তাহলে সেটা আমাকে ক্ষমার দৃষ্টিতে দেখবেন আপনারা। আল্লাহ হাফেজ।

এই পোস্টটি পরিচিতদের সাথে শেয়ার করুন

পূর্বের পোস্ট দেখুন পরবর্তী পোস্ট দেখুন
এই পোস্টে এখনো কেউ মন্তব্য করে নি
মন্তব্য করতে এখানে ক্লিক করুন

অনলাইন এক্সপার্ট আইটির নীতিমালা মেনে কমেন্ট করুন । প্রতিটি কমেন্ট রিভিউ করা হয় :

comment url