ইউটিউব চ্যানেলে ইনকাম বাড়ানোর ১০ টি সহজ উপাই
ইনকাম বাড়ানোর উপাই। এই ১০ টি টিপস জানলে আপনের ইউটিউব চ্যানেলের ইনকাম রাতারাতি
বাড়তেই থাকবে। যারা ইউটিউব চ্যানেল থেকে ইনকাম করতে পারছেন না। তাদের জন্য আজকের
এই আর্টিকেলটি
আমাদের ভিতর অনেকের ইউটিউব চ্যানেল মনিটাইজেশন অন আছে কিন্তু ভিডিও ভাইরাল না
হওয়ার কারনে ইনকাম করা যাচ্ছেনা। অনেকেই আবার ভাবছেন ইউটিউব ছেরে দিব।তারা এই
আর্টিকেলটি ভালো ভাবে পড়লে নতুন করে আবার ইউটিউব জীবন শুরু করবেন ।
সূচিপত্র :ইউটিউব চ্যানেলে ইনকাম বাড়ানোর বিস্তারিত
- ইনকাম বাড়ানোর উপাই
- ইউটিউব ভিডিও কিভাবে ভাইরাল করবেন
- ইউটিউব চ্যানেল কিভাবে গ্রো করবেন
- কি কন্টেন নিয়ে কাজ করলে ইনকাম বেশি হবে
- কিভাবে ভিডিও আপলোড করলে ভিডিও ভাইরাল হবে
- ভিডিও ভাইরাল করার উপায়
- ৫০০ সাবস্ক্রাইবার দিয়ে কিভাবে মনিটাইজেশন অন করবেন
- ইউটিউবে কতো ভিউয়ে কত টাকা
- ইউটিউবে কিভাবে সাবস্ক্রাইবার বাড়াবেন
- আমাদের শেষ কথা
ইনকাম বাড়ানোর উপাই
ইনকাম বাড়ানোর উপাই। আমাদের ভিতর অনেকের মনিটাইজেশন ইউটিউব চ্যানেল আছে কিন্তু
তারা ইনকাম করতে পারতেছেন না। এবং ইনকাম কম হচ্ছে এইসব কারণে অনেকেই হতাশায়
ভুগছেন আবার অনেকে ইউটিউব ছেড়ে দিতে চাচ্ছেন।কিন্তু তাদের সমস্যাগুলো কোথায় এটা
তারা বুঝতে পারতেছে না। এবং ইউটিউব চ্যানেলগুলো সঠিকভাবে মেনটেন করতে পারতেছে
না।
কিভাবে কাজ করে ইউটিউব চ্যানেলে ইনকাম বাড়বে সেটা বুঝতে পারতেছেনা। তাদেরকে বলি
ইউটিউবে আপনারা হয়তো সারাদিন অনেক ভিডিও দেখেন এগুলো ভিডিও দেখে দেখে আপনারা
কিছু ধারনা নিবেন। বিশেষ করে কোন ধরনের ভিডিও ইউটিউবে বেশি ভিউজ আসতেছে সেগুলো
ফলো করবেন। আর ভিডিও গুলো পাঁচ থেকে দশ মিনিটের ভিতর বানানোর চেষ্টা করবেন।
এর ফলে আপনার ইনকাম বেশি হবে। ইউটিউবে রেগুলার কনটেন্ট আপলোড করার চেষ্টা
করবেন।ভিডিও গুলো শুরু থেকে শেষ পর্যন্ত কোয়ালিটি ফুল রাখবেন।কারণ আপনি তিন
মিনিটের ভিডিও আপলোড করে এক লক্ষ ভিউজ থেকে যা ইনকাম হবে। আর পাঁচ থেকে দশ
মিনিটের ভিডিও থেকে ৪০ হাজার থেকে ৫০ হাজার ভিউজে তার থেকে বেশি ইনকাম আসবে
আপনার। আবারো বলি অবশ্যই আপনার ভিডিও শুরু থেকে শেষ পর্যন্ত কোয়ালিটি ফুল
রাখবেন। ভিডিওর ফুটেজ গুলো পরিষ্কার করার চেষ্টা করবেন।
ইউটিউব ভিডিও কিভাবে ভাইরাল করবেন
সর্বপ্রথম আমাদের যে কাজটি করতে হবে সেটা হল ভিডিও ঝাপসা করা যাবে না পরিষ্কার
ভিডিও রাখতে হবে। ভিডিও গুলো তৈরি করার আগে অবশ্যই দেখবে কি কনটেন্ট ইউটিউবে
বানালে ভিডিও খুব তাড়াতাড়ি বাইরাল হবে। পাশাপাশি আপনার ভিডিওর ভয়েস অনেক
সুন্দর হবে ওভার করতে হবে।ভিডিও লিংক গুলো বিভিন্ন ফেসবুক গ্রুপে ভাবনা ফেসবুক
আইডিতে শেয়ার করে দিতে পারেন।
এতে করে আপনার আইডির যেগুলো ফ্রেন্ড আছে তারা ওই ভিডিও লিঙ্ক এ ক্লিক করলে
আপনার ভিডিও ভিউজ বাড়বে শুরুতে আপনার অর্গানিক কিছু ভিউ আসলে পরবর্তীতে ইউটিউব
আপনার চ্যানেলের ভিডিও অটোমেটিক ভাইরাল হয়ে যাবে। তাই আপনারা চেষ্টা করেন
রেগুলার সঠিক সময়ে ভিডিও আপলোড করবেন আর ভিডিও কোয়ালিটি ভালো করবে তাহলে
আপনার চ্যানেল আস্তে আস্তে গ্রো করতে লাগবে।
ইউটিউব চ্যানেল গ্রো করার উপায়
ইউটিউব থেকে টাকা ইনকাম করার স্বপ্ন কে না দেখে। কিন্তু তারা এ বিষয়ে ধারনা
থাকার কারণে হতাশা হয়ে যাচ্ছে।কারণ তারা সঠিক নিয়মে ইউটিউব চ্যানেল চালাতে
পারতেছে না। এজন্য তারা নিয়মিত করার আগ্রহ কমে যাচ্ছে। ইউটিউব চ্যানেল ডিলিট
করার আগে অবশ্যই আপনার জানতে হবে ইউটিউব চ্যানেলে আপনি কি কনটেন্ট আপলোড করতে
চাচ্ছেন। সেই কনটেন্ট অনুযায়ী আপনি কিওয়ার্ড রিচার্জ করবেন।
আরো পড়ুনঃ ফ্রি লটারী খেলে টাকা ইনকাম
এবং এমন নিশ সিলেট করবেন যেটা ইউটিউব এ রানিং আছে। চ্যানেল ভাইরাল করার জন্য
মূলত ভিডিও এর উপর নির্ভর করে।নতুন চ্যানেল খোলার আগে অবশ্যই আপনার এই
বিষয়গুলো মাথায় রাখতে হবে। চ্যানেলে যে টপিক নিয়ে কাজ করবে এটা আপনার
সুবিধা মত হচ্ছে নাকি দেখবেন।আশা করছি এই নিয়মগুলো মেনে আপনার
চ্যানেল কে যদি ভালোভাবে মেনটেন করতে পারেন তাহলে আপনাট চ্যানেলের ফলাফল অবশ্যই
ভালো হবে।
কি কনটেন্ট নিয়ে কাজ করলে ইনকাম বেশি হবে
ইনকাম বাড়ানোর উপাই। আমাদের ভিতর অনেকেই আছে যারা ইউটিউব সম্পর্কে খুব একটা
ধারনা জানেনা। কিন্তু তারা মুখে মুখে বলে ভিডিওতে ভিউজ হয়লেই টাকা আর টাকা।
ভিডিওতে ভিউ হলেই টাকা আসবে আসলে এই কথাটা মোটেও ঠিক না।কারন অনেকে এমন এমন
কনটেন্ট নিয়ে কাজ করে যেটাতে ইউটিউব এ্যাড চালাতেই পারেনা। তার কারনে
ভিডিওতে ভিউজ বেশি হওয়ার পর ও RPM কম দেয় এজন্য তেমন ইনকাম হয়না ওইগুলা
ভিডিও থেকে।
আমরা যদি ইনকাম করার জন্য ইউটিউব এ কাজ করতে আসি তাহলে অবশ্যই আপনার নিজের
ক্যামেরা কনটেন্ট হতে হবে। আর ইউটিউব কোনগুলা ভিডিওতে এ্যাড বেশি দেয়
অবশ্যয় সেই বিষয় গুলো ফলো করতে হবে।তারপর আপনার কনটেন্ট বানানো দরকার।কারন এমন
অনেকে আছে যারা ১ লহ্ম ভিউজ থেকে যা ইনকাম আসে আবার কারো কারো ৫ লহ্ম ভিউজ
আসলেও ১লহ্ম ভিউজের সমান ইনকাম হয়না।
এজন্য বলি ভিডিও ৫-৮ মিনিটের মতো করবেন, ভিডিওটা ক্যামেরা কনটেন্ট বানানের
চেষ্টা করবেন।কারন বর্তমান যুগে ইউটিউব ক্যামেরা কনটেন্ট দের কে ইনকাম বেশি
দিচ্ছে। ক্যামেরা কনটেন্ট ভিডিও বলতে যেমন ব্লগ ভিডিও, ট্রাভেল ভিডিও, অনেকে
আবার বাইক রাইডিং করে থাকে হেলমেট এ ক্যামেরা সেটআপ করে, সো আপনার যদি বাইক
থাকে আপনে চাইলে বাইক রাইডিং এর ভিডিও বানাতে পারেন। বাইক রাইডিং ভিডিও গুলো
একটু সহজ ভাবে তৈরি করা যায়।
কিভাবে ভিডিও আপলোড করলে ভিডিও ভাইরাল হবে
বর্তমান যুগে যারা নতুন করে ইউটিউবিং শুরু করেছেন তাদের বেশির ভাগ মানুষ ই
ভিডিওতে ভিউজ বাড়ানোর চিন্তায় আছেন।কারন ভিডিও ভাইরাল অথবা ভিডিওতে ভিউ না আসলে
চ্যানেলে ইনকাম হবেনা। ভিডিও ভাইরাল না হওয়ার কারন মূলত চ্যানেলকে সঠিক ভাবে
কনট্রোল করতে পারতেছেন না। সঠিক নিয়ম মেনে একটা চ্যানেল চালাতে পারলে অবশ্যই
সেই চ্যানেল থেকে ভালে কিছু আশা করা যাবে। ভিডিও তে ভিউ না আসার কারনে হচ্ছে
ভিডিও ভালো ভাবে এসিও করা নাই।
আরো পড়ুনঃ দিনে ৫০০ টাকা ইনকাম Apps
এসিও হচ্ছে যেকোনো কিছু অতিরিক্ত দর্শকদের কাছে পৌছে দেওয়ার একমাএ মেশিন। এসিও
যতটা ভালো হবে তত বেশি দর্শকদের কাছে আপনার পূন্য পৌছে যাবে। এজন্য আমাদের যে
বিষয় টা অবশ্যই মাথায় রাখতে হবে সেটা হচ্ছে, ভিডিও আপলোড করার সময়
ভিডিওর কোয়ালিটি ভালো করতে হবে,ভালো করে টাইটেল দিতে হবে ট্যাগ দিতে হবে। ট্যাগ
গুলো ভালো করে রিচার্জ করতে হবে।আপনার ভিডিও ভাইরাল করবে ট্যাগ এর উপর নির্ভর
করে।
ভিডিও ভাইরাল করার উপায়
ইউটিউব চ্যানেল খুলার পর আমারা যখন কয়েকটা ভিডিও আপলোড করি। তারপর আমাদের
প্রধান সমস্যা হয় ভিডিও তে ভিউ আসেনা। ভিডিও তে ভিউ না আসলে আস্তে আস্তে ভিডিও
বানানোর উপর অলসতা চলে আসেও। আবার অনেকে ইউটিউবিং ছেরে দেন। এগুলা সমস্যা থেকে
সমাধান নেওয়ার জন্য আজকের এই পর্ব টি ভালো করে পড়ুন। আমারা ইউটিউব সম্পর্কে না
জেনেই ইউটিউবিং শুরু করি। তার জন্য আমারা নানা সমস্যাই পরে যায়।
আরো পড়ুনঃ মোবাইল দিয়ে ফ্রিল্যান্সিং কিভাবে শিখবো
ইউটিউবিং শুরু করার আগে ইউটিউবে ভিডিও দেখতে হবে যে কিভাবে চানেল এর ভিডিও
ভাইরাল করবো ।তাহলে আপনাদের অনেক ধারনা চলে আসপে। এবং আমি যেটা বলি ,
আপনারা ভিডিও অনেক গ্রুপ এ শেয়ার দিবেন,বা আশে পাশে যদি কারো বড় চানেল থাকে
তাদের চানেল দিয়ে আপনার ছোট চানেল তা ভাইরাল করে নিতে পারেন।কিন্তু তার আগে
প্রধান কাজ হল আপনার ভিডিও কোটালিটি ভালো করতে হবে।যেমন ভিডিওর কালার
ভালো করবেন, ভিডিও থাম্বনেইল , টাইটেল ইউনিক ভাবে বানাবেন ।
৫০০ সাবস্ক্রাইবার দিয়ে কিভাবে মনিটাইজেশন অন করবেন
ইতিমধ্যে আমারা অনেকেই জানি ,আবার অনেকেই জানিনা , ইউটিউবে এখন মনিটাইজেশন
অন করার জন্য দুইটা অপশান আসতেছে । কিন্তু অনেকে না জানার কারন হচ্ছে এই দুইটা
অপশান অনেকেই চানেলে নাই । কারন এইটা ইউটিউবে নতুন আপডেট আচছে । তাই বেশির ভাগ
চানেলেই ৪ হাজার ঘণ্টা ওয়াচ টাইম ১ হাজার সাবস্ক্রাইব এবং ১০ মিলিয়ন ভিউ
দিয়ে মনিটাইজেশন অন সিস্টেম দেখাচ্ছে ।
যাদের চানেলে নতুন আপডেট শো করেছে তাদের টাই দুইটা অপশান আছে , একটা হল ৩ হাজার
ঘণ্টা ওয়াচ টাইম ৫০০ সাবস্ক্রাইব আর ৩ মিলিয়ন ভিউ । আরেকটাই ৪ হাজার
ঘণ্টা ওয়াচ টাইম ১ হাজার সাবস্ক্রাইব এবং ১০ মিলিয়ন ভিউ দিয়ে মনিটাইজেশন অন
সিস্টেম আছে।
ইউটিউবে কত ভিউয়ে কতো টাকা
আমরা অনেকেই হয়তো জানিনা যে ইউটিউব কনটেন্ট কোয়ালিটি দেখে টাকা দেয়। কারন এমন
কিছু কনটেন্ট আছে যেখান থেকে ১ মিলিয়ন ভিউ এ যত টাকা দিবে। আবার কিছু কনটেন্ট
আছে ১ লাখ ভিউ এ তার থেকে ইনকাম বেশি আসে। বিশেষ করে আপনারা ইউনিক কিছু কনটেন্ট
নিয়ে কাজ করবেন। কারন ইউটিউব যদি ইউনিক কিছু কনটেন্ট দেখে সেগুলো তে RPM বেশি
দেয় এবং বেশি বেশি অ্যাড শো করাই।আমার মতামতে ইউটিউব যদি ক্যামেরা কনটেন্ট এর
ভিডিও পায় তাহলে ৬-১০ মিনিটের ভিডিওতে ১ মিলিয়ন ভিউ এ ৫০০-৭০০ ডলার দেয়।
আবার যদি আমি মানুষের ভিডিও থেকে কেটে নিয়ে নিয়ে ইডিট করতেছেন তাহলে সেগুলা
ভিডিও ১ মিলিয়ন ভিউ থেকে ১৫০-৩০০ ডলার পযন্ত দিতে পারে। এজন্য আপনাকে আবারো বলি
আপনারা যারা নতুন ইউটিউবিং শুরু করতে চাচ্ছেন তারা পারলে নতুন কিছু কনটেন্ট
নিয়ে কাজ করেন তাহলে সেখান থেকে ভালো ফলাফল পাওয়ার আশাংহ্মা আছে। বিশেষ করে
চেষ্টা করবেন মোবাইল ফোনের ক্যামেরা বা বাহির থেকে ক্যামেরা কিনে কনটেন্ট
বানান। এতে করে চ্যানেল থেকে ভালো বেনিফিট আসবে।
ইউটিউবে কিভাবে সাবস্ক্রাইবার বাড়াবেন
একটা ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব বাড়ানোর অনেক উপায় আছে। যেমন আপনারা চাইলে
সাবস্ক্রাইব টু সাবস্ক্রাইব গ্রুপে এ্যাড হয়ে সাবস্ক্রাইব বারাতে পারেন। আবার
চ্যানেল প্রোমট করে বাড়াতে পারেন। আবার চাইলে আপনার ফ্রেন্ডদের কাছে চ্যানেলের
লিং দিয়ে সাবস্ক্রাইব বাড়াতে পারেন। অর্গানিক ভাবে বানানোর জন্য আপনার ভিডিও
কোয়ালিটি ভারো করতে হবে এবং প্রতিদিন দুই টা করে ভিডিও আপলোড করতে হবে।
আপনারা হয়ো অনেকে ভাবেন যে সাবস্ক্রাইব প্রোমট করে বাড়িয়ে নিলে চ্যানেল
মনিটাইজেশন পাবো নাকি এ হ্মেএে আমি বলি অবশ্যয় পাবেন কিন্তু কেও যদি কোনো ধরনের
ওয়েবসাইট থেকে সাবস্ক্রাইব বারিয়ে দিতে চায় ভুল করেও সেগুলো সাবস্ক্রাইব নিবেন
না কারন ওই গুলা সাবস্ক্রাইব এর মনিটাইজেশন এর কোনো সিওর নাই।
আমাদের শেষ কথা
ইউটিউব জীবন তৈরি করা আমাদের ভিতর অনেকেরই সপ্ন থাকে।কিন্তু নানা সমস্যার কারনে
ছেরে দেয় অনেকে। আমি বলি ইউটিউব লাইফে আসলে কখনো হতাশ হওয়া যাবেনা। কারন কাজ
করলে আপনার সফলতা আসবেই কিন্তু কাজটা যদি আপনে সঠিক ভাবে করে যেতে পারেন।
ইউটিউবে কাজ শুরু করার আগে সব আইডিয়া আগে ভালো কোনো ইউটিউবারদের থেকে জেনে
নিবেন।কারন আপনার কোনো না কোনো ভুলের কারনে হয়তো ভিডিও ভাইরাল হয়মা, বা কোনো
সমস্যা থাকার কারনে চ্যানেল গ্রো হয়না।
ইউটিউবে আসতে হলে অবশ্যই আপনাকে লম্বা সময় নিয়ে আসতে হবে।কারন অনেকে টাকা দিয়ে
সাবস্ক্রাইব ওয়াচ টাইম কিনে চ্যানেল মনিটাইজেশন করে এ কাজটা আপনারা কখনো করবেন
না।একটু দেরিতে হলেও আপনারা রিয়েল ভাবে চ্যানেল মনিটাইজেশন করবেন।আশা করছি বিষয়
গুলো ভালো ভাবে বুজতে পারছেন। এই ছিল আমার বক্তব্য আজকের জন্য এখানেই শেষ
করছি।কোনো জায়গাতে যদি আমার কোনো ভুল হয়ে থাকে তাহলে আপনারা সেটা হ্মমার
দৃষ্টিতে দেখবেন আমাকে।
অনলাইন এক্সপার্ট আইটির নীতিমালা মেনে কমেন্ট করুন । প্রতিটি কমেন্ট রিভিউ করা হয় :
comment url