চুল লম্বা করতে মেথির ব্যবহার জেনে নিন

চুল লম্বা করতে মেথির ব্যবহার সম্পর্কে বিস্তারিত জেনে নিন। অনেকেই চুল লম্বা করতে চান। আবার অনেকে আছেন যারা শত চেষ্টা করেও চুল লম্বা করতে পারছেনা তাদের জন্য আজকের এই আর্টিকেল টি। আপনি যদি মেথি ব্যবহার করে চুল লম্বা করতে চান তাহলে শুরু থেকে শেষ পযন্ত পড়তে থাকুন।

চুল-লম্বা-করতে-মেথির-ব্যবহার

চুল লম্বা করতে কে না চাই বলুন। কিন্তু বেশিরভাগ মনুষই চুল লম্বা করতে পারেনা বলে হতাশ। আজকেই এই আর্টিকেলে জানাবো মেথি দিয়ে কিভাবে চুল লম্বা করবো। এবং মেথির ব্যবহারের সঠিক নিয়ম সম্পর্কে বিস্তারিত জেনে নিন।

সূচিপত্রঃ চুল লম্বা করতে মেথির ব্যবহার জানুন

চুল লম্বা করতে মেথির ব্যবহার

চুল লম্বা করতে মেথির ব্যবহার সম্পর্কে বিস্তারিত জানতে হলে আর্টিকেল টি মনযোগ সহকারে পড়তে থাকুন। মেথি অনেক পুষ্টিকর একটি উপাদান। মেথিতে রয়েছে লেসিথিন যা চুলের গোড়াই পুষ্টি যোগায়। মেথি দেওয়ার নিয়ম হলো। ১ চামচ মেথি ১ চামচ সরিষার দানা বেঁটে পাউডার করে নিবেন। এরপর সেখানে ২ চামচ পানিতে মিশিয়ে ১ ঘন্টার মতো রেখে দিবেন। এরপর সেটি মাথায় ব্যবহার করতে হবে। 

আরো পড়ুনঃ বাচ্চাদের বমি বন্ধ করার ঘরোয়া উপায় জেনে নিন

ব্যবহার করার সময় চিলে গোড়াই বেশি দিবেন। তাহলে আপনার চুল পড়া সমস্যা দূর হবে এবং ঘনো চুল গোজাবে। ৭ দিন ব্যবহার করার পর থেকে আপনি চুলে ব্যবহার করবেন। এভাবে আপনি টানা ১ মাস ব্যবহার করতে দেখবেন চুল অনেক লম্বা হয়ে গেছে। প্রিয় পাঠক তাহলে বুঝতেই পারছেন কিভাবে মেথি ব্যবহার করে চুল লম্বা করা যায় সে সম্পর্কে।

চুলে মেথি ব্যবহারের নিয়ম

চুলে মেথি ব্যবহারের নিয়ম জেনে নিন। পানির সাথে ভিজিয়ে রাখতে হবে মেথি। ৩ চামচ মেথি এখং এক কাপ পানির ভিতর সারারাত ভিজিয়ে রাখবেন। এরপর সকালে ঘুম থেকে উঠে পানি গুলো ভালোভাবে ছেঁকে নিবেন। এরপর আপনি গোসল করবেন শ্যাম্পু দিয়ে। গোসল করার পর মেথির পানি দিয়ে চুল ভিজিয়ে নিবেন। 

আরো পড়ুনঃ গর্ভাবস্থায় আতা ফল খাওয়ার উপকারিতা - আতা ফল খাওয়ার নিয়ম

কিংবা শ্যাম্পু হিসেবে মেথির পানি ব্যবহার করবেন। মেথির এই পানি আপনার চুলকে কন্ডিশন করবে। এছারাও চুলকে সিলসিলে করবে, চুল নরম করবে, চুলের সৌন্দর্য বৃদ্ধি করে তুলবে। আপনি যদি চুলের সৌন্দর্য সব সময় ধরে রাখতে চান তাহলে ওপরে যে নিয়ম গুলো বলা হয়েছে সেই নিয়মে আপনি সপ্তাহে এক দিন ব্যবহার করবেন। তাহলে আপনার চুলের সৌন্দর্য সব সময় থাকবে। 

মেথি দিয়ে তেল বানানোর নিয়ম

মেথি দিয়ে তেল বানানোর নিয়ম জেনে নিন। মেথির তেল বানানোর জন্য প্রথমে একটা কাচের বয়ম নিয়ে সেই বয়মে মেথির দানা নিতে হবে। এবং সেটি আধা ভাংগা করতে হবে ব্লেডার দিয়ে। এরপর কাচের বয়মে রেখে নারকেল তেলের সাথে মিশিয়ে রেখেন দিন। এরপর কয়েক ঘন্টা মিশিয়ে রাখলে সেটি তেলে পরিনত হবে। তখন আপনি ভালোভাবে ছেঁকে নিয়ে মাথায় ব্যবহার করবেন।

মেথির তেল বানানোর আরো একটি উপায় হল। মেথির বীজ গুড়ো করে অলিভ অনেক তেলের সাথে  মিশিয়ে রাখুন টানা ১ দিন মিশিয়ে রাখার পর সেটি ভালো করে ছেঁকে নিবেন। তারপর আপনি মেথির তেল মাথায় ব্যবহার করতে পারবেন।আশা করছি খুব সহজেই বুঝতে পারছেন। 

চুল গজানোর জন্য মেথির জেল তৈরি

চুল গজানোর জন্য মেথির জেল তৈরি করবেন কিভাবে জেনে নিন। ২ চামচ মেথির বীজ এবং ২ চামচ তিসির বীজ একসাথে মিশিয়ে নিয়ে তারপর গরম পানিতে ফুটিয়ে নিতে হবে। গরম পানিতে ফুটানোর সময় বেশি বেশি নারতে হবে। যাতে করে ২ রকম বীজ মিশিয়ে এক হয়ে যায়। 

চুল-গজানোর-জন্য-মেথির-জেল-তৈরি

এভাবে কিছু সময় গরম করলে পানি ঘন হয়ে যাবে তখন দেখবেন মিউকিলেজ তৈরি হয়ে গেছে। এরপর আরো কিছু সময় ফুটিয়ে নেওয়ার পর যখন দেখবেন হলুদ হয়ে গেছে তখন সেটি ভালোভাবে ছেঁকে নিতে হবে। এরপর সেটি জেলে পরিতন হয়ে যাবে। আশা করছি বুঝতে পারছেন মেথি দিয়ে চুল গজানো জেল তৈরি করার নিয়ম। 

৭ দিনে চুল লম্বা করার উপায়

৭ দিনে চুল লম্বা করার উপায় সম্পর্কে বিস্তারিত জেনে নিন। মেথির তৈরি করার তেল কিংবা জেল সারারাত মাথায় দিয়ে ভিজিয়ে রাখুন। বিশেষ করে মাথার ত্বকে বেশি বেশি তেল লাগিয়ে দিবেন। এভাবে মেয়েদের ব্যবহার করার পাশাপাশি স্বাস্থ্যকর খাবার এবং ভিটামিনযুক্ত খাবার বেশি বেশি গ্রহণ করবেন। মাথা সব সময় পরিষ্কার রাখবেন এবং মাথায় শ্যাম্পু করবেন নিয়মিত। 

চুলে স্টাইলের জন্য কোনরকম পণ্য ব্যবহার করা যাবে না। এবং চুলে নিয়মিত তেল দেওয়ার পর পর্যাপ্ত পরিমাণ ঘুমাতে হবে। এই পদ্ধতি মেনে চললে আপনার চুল সাত দিনের ভিতরে লম্বা হয়ে যাবে। প্রিয় পাঠক আশা করছি কিভাবে আপনি সাত দিনে চোর লম্বা করবেন সেই সম্পর্কে বুঝতে পারছেন। 

কি ব্যবহার করলে চুল দ্রুত লম্বা হবে 

কি ব্যবহার করলে চুল দ্রুত লম্বা হবে জেনে নিন। আপনি যদি চুল খাটো হওয়ার জন্য চিন্তায় ভুগে থাকেন তাহলে এই পর্ব টি মনে যে সহকারে পড়ে নিন। কোন রকম চিন্তা ভাবনা বা মানসিক কোন চাপ শরীরে নেওয়া যাবে না। এবং পর্যাপ্ত পরিমাণ ঘুমাতে হবে পাশাপাশি ডিম ব্যবহার করতে হবে। ডিম ব্যবহার করার নিয়ম হলো কাঁচা ডিম ভেঙ্গে মাথায় ভালো ভাবে মালিশ করে নিতে হবে। 

গোসলের আগে এভাবে ডিম মাথায় দিয়ে এক ঘন্টা ভিজিয়ে রাখবেন এরপর গোসলের সময় ভালোভাবে মাথা ধুয়ে নিবেন। ডিম দেওয়ার কাজ শেষ করার পর মাথায় লেবুর রস ব্যবহার করবেন। এর পাশাপাশি নিমের পাতা পেতে মাথাই ভালোভাবে মালিশ করে দিয়ে রাতে ঘুমিয়ে পড়বেন। তাহলে আপনার চুল খুব দ্রুত লম্বা হয়ে যাবে। 

কি কি দিলে চুল লম্বা ও ঘন হয় 

কি কি দিলে চুল লম্বা ও ঘন হয় এটা অনেকেই জানেন না। যার কারণে অনেক মানুষ আছেন যারা ভুলভাল অন্য ব্যবহার করে চুলগুলো নষ্ট করে ফেলছেন। আজ থেকে সবকিছু ব্যবহার করা বাদ দিয়ে যেগুলো দেওয়া শুরু করবেন তা হলো। নারিকেল তেল কিংবা অলিভ অয়েলের সাথে মেথি ভিজিয়ে নিয়ে তেল তৈরি করে মাথায় মালিশ করবেন।

আরো পড়ুনঃ গর্ভাবস্থায় কি কি সবজি খাওয়া যাবে

এছাড়াও আমলকি কিংবা এলোভেরা দিয়ে তেল তৈরি করে মাথার চুলের গোড়া পর্যন্ত ব্যবহার করবেন। তাহলে চুলের গোড়া শক্ত হবে চুল পড়া বন্ধ হবে এবং নতুন করে চুল গজানো শুরু করবে। যার ফলে আপনার চুল অতিরিক্ত হয়ে যাবে। তবে এটি দীর্ঘদিন ধরে ব্যবহার করে যেতে হবে। কারণ কারণ আপনি যতদিন ব্যবহার করবেন ততদিন আপনার চুলের পরিবর্তন হবে। 

চুল লম্বা করার ঘরোয়া পদ্ধতি 

চুল লম্বা করার ঘরোয়া পদ্ধতি সম্পর্কে বিস্তারিত জেনে নিন। ঘরোয়া পদ্ধতিতে আপনি যদি চুল লম্বা করতে চান তাহলে প্রাকৃতিক উপাদান গুলো তুলে নিয়মিত ব্যবহার করতে হবে। চুলের পরিবর্তনের জন্য প্রাকৃতিক যে উপাদান গুলো রয়েছে তা হলো। ডিম, পিয়াজের রস, আপেল সিডার ভিগেনার, সবুজ চা ব্যাগ এবং মেথি। 

চুল-লম্বা করার-ঘরোয়া-পদ্ধতি

  • ডিম ব্যবহারের নিয়ম: সপ্তাহে একদিন করে একটি কাঁচা ডিম ভেঙ্গে আপনার মাথায় ভালোভাবে মালিশ করে নিবেন। এরপর মাথা চুল ভালো করে রোদে শুকিয়ে নিবেন। তারপর গোসল করে মাথা ভালোভাবে পরিষ্কার করবেন। 
  • পিয়াজের রস ব্যবহারের নিয়ম: ছোট কোন পাতিলে পেঁয়াজের রস বের করে নিতে হবে অথবা আপনি একটি কাঁচা পেঁয়াজ পাতায় বেটে সেটি মাথায় ভালোভাবে মালিশ করবেন। 
  • আপেল সিডার ভিগেনার ব্যবহারের নিয়ম: আপেল সিডার ভিকেনার দিয়ে আপনি স্ক্যাল্প করে মাথায় ভালো হবে মালিশ করে দিয়ে দিবে। অবশ্যই এটি ঘুমানোর আগে ব্যবহার করতে হবে। 
  • সবুজ চা ব্যাগ ব্যবহারের নিয়ম: সবুজ চা ব্যাগ আপনার মাথায় পুনরায় ব্যবহার করবেন। 

আমার শেষ মতামত 

প্রিয় পাঠক ইতিমধ্যে আপনি জেনেছেন চুল লম্বা করতে মেথির ব্যবহার থেকে শুরু করে চুল লম্বা করার জন্য আরও কি কি পদ্ধতি রয়েছে সেই সম্পর্কে। এখানে আমার সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয়টি হলো। আপনি যদি চুল লম্বা করতে চান তাহলে মেথির বীজ তেলের সাথে মিশিয়ে ব্যবহার করবেন। প্রতিদিন ঘুমানোর আগে এই তেল মাথায় দিয়ে তারপর ঘুমিয়ে পড়বেন। আর যদি আপনি চুল ঘন করতে চান। 

তাহলে আপনার চুল উঠা আগে বন্ধ করতে হবে। চুল ওঠা বন্ধ করার জন্য নিয়মিত মেথি ব্যবহার করতে হবে এবং মাথা সবসময় পরিষ্কার রাখতে হবে তাহলে আপনার চুল পড়া বন্ধ হবে। এছাড়া আরো একটি গুরুত্বপূর্ণ বিষয়টি হলো। কোন ধরনের ডাক্তারের পরামর্শ নিয়ে আপনি চুলের চিকিৎসা করবেন না। এতে করে আপনার চুলের উপকারিতা না হয়ে অপকারিতা হতে পারে। 

এই পোস্টটি পরিচিতদের সাথে শেয়ার করুন

পূর্বের পোস্ট দেখুন পরবর্তী পোস্ট দেখুন
এই পোস্টে এখনো কেউ মন্তব্য করে নি
মন্তব্য করতে এখানে ক্লিক করুন

অনলাইন এক্সপার্ট আইটির নীতিমালা মেনে কমেন্ট করুন । প্রতিটি কমেন্ট রিভিউ করা হয় :

comment url